এনবিআরকে ৯১ লাখ ৩৯ হাজার টাকা ভ্যাট দিয়েছে ফেইসবুক।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আগস্ট মাসে ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে ফেইসবুক। এর বিপরীতে এই পরিমাণ ভ্যাট এনবিআরকে জমা দিয়েছে ফেইসবুকের স্থানীয় এজেন্ট এইচটিটিপুল।
১৫ সেপ্টেম্বর ফেইসবুকের এই এজেন্ট আগস্ট মাসের ভ্যাট দেয়। এইচটিটিপুলের ব্যবস্থাপনা পরিচালক আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ ভ্যাট রিটার্ন জমা দেন।
এর আগে ভ্যাট পরিশোধ না করায় ফেইসবুকের বিরুদ্ধে মামলা করেছিল ভ্যাট গোয়েন্দা বিভাগ। এরপর এইচটিটিপুল ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট এবং ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা দেয়।