আজ ইসলামী ক্যালেন্ডারের বারোই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ওফাত দিবস। পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে দেশের বিভিন্নস্থানে জশনে জুলুসের শোভাযাত্রা হয়েছে।
সকালে চট্টগ্রাম নগরীর জামেয়া আহমেদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসা থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
সিলেটেও শাহজালাল রহমতুল্লাহর দরগাহ প্রাঙ্গণ থেকে জশনে জুলুসের শোভাযাত্রা বেরিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া, শোভাযাত্রা হয়েছে রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানেও। সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জশনে জুলুসে অংশগ্রহণকারীরা। করোনার কারণে এবারে জশনে জুলুসের শোভাযাত্রা সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।