আজ ২৪ নভেম্বর। আমাদের টাঙ্গাইল টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মুসলিম উদ্দিন আহমেদের জন্মদিন। তিনি চ্যানেল আই ও রেডিও টুডের টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। টাঙ্গাইল থেকে প্রকাশিত পাঠক নন্দিত কাগজ পূর্বাকাশের বিশেষ প্রতিবেদক হিসেবেও কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের দুই দুইবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আড়াই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে জড়িত আছেন। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় স্থান করে নিয়েছেন নিজেকে। তিনি বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখনও সংবাদের টানে ছুটে বেড়ান জেলার এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে।
মুসলিম উদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে বাসাইল প্রেসক্লাবে সংক্ষিপ্তাকারে কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমাদের টাঙ্গাইল টুয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্যরা।
আমাদের টাঙ্গাইল টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে এই গুণি মানুষটির প্রতি রইল শুভেচ্ছা ও শুভ কামনা।