আতিয়া জামে মসজিদ শুধু টাঙ্গাইল জেলায় নয় সমগ্র বাংলাদেশের মসজিদের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। মুসলিম ঐতিহ্যের ধারক এই আতিয়া মসজিদ। টাঙ্গাইল শহর হতে ৭ কিলোমিটার দক্ষিণ – পশ্চিমে লৌহজং নদীর পূর্ব তীরে দেলদুয়ার উপজেলায় অবস্থিত আতিয়া মসজিদ যা স্থানীয়ভাবে আটিয়া মসজিদ হিসেবে পরিচিত।
মসজিদের নির্মাতা করটিয়ার প্রখ্যাত জমিদার বংশের আদি পুরুষ সায়ীদ খান পন্নী। মসজিদের প্রবেশ পথের উপরেই রয়েছে একটি শিলালিপি যাতে উৎকীর্ণ রয়েছে মসজিদটি ১০১৮ হিজরি (১৬০৮/০৯ খৃঃ) সনে বায়েজিদ খান পন্নীর পুত্র সায়ীদ খান পন্নী নির্মাণ করেন। এরপর প্রায় ২২৫ বছর পর দেলদুয়ার জমিদার বাড়ির মহীয়সী নারী রওশন খাতুন চৌধুরানী মসজিদের সংস্কার কাজ করেন। পরবর্তীতে ১৯০৯ সালে দেলদুয়ারের জমিদার আবু আহমেদ গজনবী ও করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী সহ অনেকে মিলে মসজিদ পুনঃ সংস্কার করেন। মসজিদটি চুন, সুরকি ও ইট দিয়ে নির্মিত। বাইরের দিক থেকে মসজিদের দৈর্ঘ্য ২০.৯ মিটার এবং প্রস্থে ১৬.১৬. মিটার (৬৯’-০”x ৪০’-০”)। মসজিদের দেওয়াল ২.৭২ মিটার (৭’-৬”) পুরু। মসজিদের ৪ কোনায় ৪টি মিনার। প্রধান কক্ষ ও বারান্দা দুইভাগে বিভক্ত। এর প্রধান কক্ষটি বর্গাকৃতি। ভেতরের দিক থেকে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৭.৫৭ মিটার (২৫’-০”)। মসজিদের প্রধান কক্ষের উপরেই রয়েছে বিশাল গম্বুজ আর বারান্দার কক্ষের উপর রয়েছে ৩টি গম্বুজ। বারান্দার পূর্ব দেওয়ালে ৩টি প্রবেশ পথ। উত্তর ও পূর্ব পাশের দেওয়ালে টেরাকোটার কাজ করা। অপূর্ব স্থাপত্যশৈলী ও টেরাকোটার কারুকাজে সৌন্দর্যের প্রতীক হিসেবে মসজিদটি ১০ টাকার নোটে স্থান পেয়েছে। টাকায় স্থানের বিষয়টিও বৈশিষ্ট্যপূ্র্ণ। এ বিষয়ে কিছু আলোকপাত করা আবশ্যক মনে করি। বাংলাদেশ ব্যাংকের ৩য় গভর্নর নুরুল ইসলাম ( কার্যকাল ১৯৭৬-১৯৮৭) এর স্বাক্ষরে প্রথম আতিয়া মসজিদের ছবিযুক্ত ১০ টাকার নোট প্রবর্তন করা হয়। পরবর্তীতে মসজিদের আর একটি পরিবর্তিত ছবি যুক্ত করে একই গভর্নরের স্বাক্ষরে নোট বাজারে আসে। বাংলাদেশ ব্যাংকের ৪র্থ গভর্নর সেগুফতা বখত ( কার্যকাল ১৯৮৭-১৯৯২) এর স্বাক্ষরে এই নোট পুনঃ প্রবর্তন করা হয়। এখানে উল্লেখ্য দেশের অদ্যাবধি প্রবর্তিত সকল প্রকার নোটের মধ্যে কেবলমাত্র এই নোটটিতে মসজিদের ছবির উপর আরবি ও বাংলায়