বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর আরো জানায়, কুড়িগ্রামের রাজারহাটে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে।
রাজধানীর বিষয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ
এস/এস