ইনস্টাগ্রামে স্টোরিজ পোস্ট করলে তা ফেইসবুক থেকেই দেখার সুযোগ পাবেন ব্যব্যবহারকারীরা।
পরীক্ষামূলকভাবে ‘Share to Facebook Story’ নামের একটি অপশন যোগ হয়েছে ইনস্টাগ্রামে। অপশনটি এনাবেল করলে ফেইসবুকেও দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিজ।
ফেইসবুকের স্টোরিজে নীল বৃত্ত থাকলেও ইনস্টাগ্রামের স্টোরিজে থাকবে কমলা বৃত্ত। ইনস্টাগ্রামের ইউজার নেমেরও কোনো পরিবর্তন হবে না। তবে ভিউ ও রিপ্লাই দেখতে হলে ঢুঁকতে হবে ফটো শেয়ারিং অ্যাপটিতে।
শুক্রবার এক টুইটার ব্যবহারকারী ফিচারটির কথা টুইটে জানান। পরে ফেইসবুকের মুখপাত্র আলেক্সান্ড্রা ভয়েসা বিষয়টি নিশ্চিত করেন।
ফিচারটি ব্যবহার করতে ফেইসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। তাই এটি ব্যবহার করা বা না করার বিষয়টি ব্যবহারকারীর ইচ্ছার উপর নির্ভর করবে। সবার জন্য ফিচারটি উন্মুক্ত করতে ফেইসবুকের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।