আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসার পাশাপাশি ভারতে মৃতের সংখ্যাও অন্য দেশের তুলনায় বাড়ছে। মঙ্গলবার দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ব্রাজিলে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৯৬ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,করোনাভাইরাসের মহামারিতে ভারতে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে দেশটিতে, এবং আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৪৪৮ জন। সেই তুলনায় ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৬৭৯ জনের আর যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে এক লাখ ৫০ হাজার ৪৪৪ জনের। তবে দেশটিতে মঙ্গলবার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, ৬১ হাজার ৫৭১ জন।
অন্য দেশের তুলনায় ভারতে একদিনে মৃতের সংখ্যা কমতে থাকলেও মোট আক্রান্তের হিসেবে দেশটিতে মৃত্যুর হার বেড়েছে। ভারতে মৃত্যুর হার ৩.৪৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রে মৃত্যু হার ৬.৫৮ শতাংশ আর ব্রাজিলে ৪.৯৯ শতাংশ। বিশ্ব জুড়ে করোনায় মৃতের হার ৬.২০ শতাংশ। করোনাভাইরাসের মহামারিতে বর্তমানে শীর্ষ আক্রান্ত তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।
গত সপ্তাহ জুড়ে ভারতে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশটির সরকার ধারাবাহিকভাবে লকডাউনের বিধিনিষেধ শিথিলের সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ তামিল নাড়ুতে তৃতীয় সর্বোচ্চ রাজধানী দিল্লীতে।
করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৬৬ লাখ ৪২ হাজার ২৬৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৭ লাখ ৫৪ হাজার ২০৯ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ৫৭৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।
Zoombangla