তারকাদের বাড়ি নিয়ে ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাসের শেষ নেই। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সার্বক্ষণিক বাড়ির সামনে ভক্ত অনুরাগীদের আনোগোনা থাকেই। আর সেটা যদি হয় বলিউড বাদশা খ্যাত তারকা অভিনেতা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’?
হ্যাঁ, এই বাড়িটি ঘিরেও দিন রাত ভক্ত অনুরাগীদের ভিড় লেগেই থাকে। কিন্তু এবার সেই ‘মান্নাত’ ঢেকে দেয়া হচ্ছে প্লাস্টিকের চাদরে!
শাহরুখের ভক্ত-অনুরাগীরা ধারণা করছেন হয়ত করোনা থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতেই শাহরুখের এই পদক্ষেপ। তবে এ বিষয়ে সরাসরি কিছু জানাননি কিং খান। শুধু মাত্র প্লাস্টিকে মোড়ানো বাড়ি ‘মান্নাত’ এর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। আর সেই পোস্টেই ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
এদিকে সম্প্রতি মুম্বাইয়ে বিগ বি অমিতাভের বাড়িতে করোনা শনাক্ত হয়েছেন অমিতাভ সহ তার পরিবারের আরো তিন সদস্য। শুধু অমিতাভই নন, মুম্বাইয়ে করোনায় বিপর্যস্ত হয়েছেন বলিউডের একাধিক সেলিব্রেটি। তাই হয়ত আর ঝুঁকি নিতে চাননি কিং খান। চারপাশের অবস্থা দেখে নিজের পরিবারকে রক্ষা করতেই হয়ত এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।
তবে কেউ কেউ বলছেন, বর্ষার মৌসুম আসায় বিল্ডিং সুরক্ষায় প্লাস্টিকের চাদরে মোড়ানো হয়েছে ‘মান্নাত’।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন