সারা বিশ্বে মহামারী করোনাভাইরাস দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। সাত মাসের মাথায় ভাইরাসটি বিশ্বজুড়ে এক কোটি ২০ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে।
বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ১০টা দিকে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ২২ লাখ ৫৭ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত সংক্রমিত হয়ে বিশ্বে পাঁচ লাখ ৫৪ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে।
বাতাসের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ানোর প্রমাণ বাড়তে থাকার মধ্যেই শনাক্ত রোগীর সংখ্যা এ মাইলফলক ছাড়াল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইতিমধ্যে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বিশ্বব্যাপী বার্ষিক মারাত্মক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীর তিনগুণ হয়ে গেছে।
করোনাভাইরাস সংক্রমণে মারাত্মভাবে আক্রান্ত অনেক দেশই ভাইরাসটির বিস্তার রোধে লকডাউন আরোপ করেছিল, কিন্তু সম্প্রতি তারা লকডাউন শিথিল করেছে। তবে চীন ও অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশ সংক্রমণ ফের বাড়তে থাকায় আরেকবার লকডাউন বেছে নিয়েছে।
সূত্রঃ দৈনিক যুগান্তর