রাজধানীর কল্যাণপুরে নতুন বাজার বস্তিতে আগুন লাগার ঘটনায় আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১) নামে দুই জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার পরে পাইকপাড়া নতুন বাজার বস্তি সংলগ্ন একটি চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই বস্তিতে পাঁচ শতাধিক ঘর রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার কাজ চলছে। পলিথিন, গ্যাস সিলিন্ডার থাকায় কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ঘরগুলো দাহ্য পদার্থ দিয়ে তৈরি বলে আগুন ছড়িয়ে পড়ে।