আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় মৌন মিছিল করেছে হুমায়ুন খালিদ সমর্থকরা।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ছিলিমপুর গ্রাম থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলটিতে দুই সহস্রাধিক আ’লীগ সমর্থক অংশগ্রহন করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জনপ্রিয়তা যাচাইপূর্বক হুমায়ুন খালিদকে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের দাবী জানান, অপরদিকে গত নির্বাচনে “ভুল” মনোনয়নে পরাজয়ের কথা উল্লেখ করেন।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদ মাহমুদুল হাসান দিপুল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নারায়ণ পোদ্দার, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ মান্নান, সাধারন সম্পাদক হরিমোহন পাল, সাংবাদিক নেতা শাহ আলম প্রমুখ।