টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চার হাজার ছয়শত কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।
কালিহাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম।
এসময় প্রত্যেক কৃষককে বিনামূল্যে দুই কেজি করে বোরো ধান বীজ প্রদান করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, সহকারী ভূমি কমিশনার কামরুল হাসান প্রমুখ।