টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে টাঙ্গাইল জেলা অটোরিক্সা শ্রমিক সমিতির ছাতিহাটি আঞ্চলিক শাখার সভাপতি ও পাইকড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মরহুম কাউসার আহমেদ এর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার ছাতিহাটিতে অটোরিক্সা ইজিবাইক শ্রমিক সমিতির আঞ্চলিক শাখার অয়োজনে সমিতির কার্যালয়ের সামনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শোক সভায় উপস্থিত থেকে মরহুম কাউসারের কর্মজীবনের উপর বক্তব্য রাখেন ৮নং পাইকড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান সৈয়দ নুরুজ্জামান মিন্টু, পাইকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, কালিহাতি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ পারভেজ আনসারী, শহীদ শাহেদ হাজারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুজ্জামান খান জাহিদ, পাইকড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এমএম লুৎফর রহমান নুরু, পাইকড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনি খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রেজা, ছাতিহাটি অটোরিক্সা ইজিবাইক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক হারুন অর রশিদসহ সমিতির শতাধিক শ্রমিক নেতা কর্মী। এ ছাড়াও তার পরিবারের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শোক সভায় উপস্থিত ছিলেন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মরহুম কাউসারের বড় ভাই খোকন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রকিবুল ইসলাম রকি।
উল্লেখ্য টাঙ্গাইল জেলা অটোরিক্সা ইজিবাইক ছাতিহাটি আঞ্চলিক শাখার সভাপতি ও পাইকড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কাউসার আহমেদ গত ৩০ জুন বৃস্পতিবার দুপরে হার্টস্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে হাজারো মানুষের অংশ গ্রহণে জানাজা শেষে ছাতিহাটি, রোয়াইল, গোলড়া সম্মিলিত কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মৃতকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে (২), এক মেয়ে (৭), মা, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।