আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণ মিছিল করেছে উপজেলা যুবলীগ সভাপতি নুরুন্নবী সরকারের সমর্থকরা।
বুধবার সন্ধ্যায় পৌরসভার ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নুরুন্নবী সরকার করোনা মহামারী ও বন্যা কালীন সময়ে কালিহাতী পৌরসভার জনসাধারনের পাশে ছিলেন বলে উল্লেখ করে জনপ্রিয়তা যাচাইপূর্বক নুরুন্নবী সরকারকে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের দাবী জানান।