টাঙ্গাইলের গোপালপুরে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গোপালপুর থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার(২০ অক্টোবর) সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার কাগুজিআটা গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলামকে প্রধান আসামি করে, আব্দুর রশিদের ছেলে এনামুল, মুনসব আলীর ছেলে জালাল, আব্দুল খালেক, শুক্কুর আলীর ছেলে আলতাব হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাগুজিআটা গ্রামের শফিকুল ইসলাম ও এনামুল রাস্তায় যাওয়া আসার পথে প্রায়ই ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করতো। বাবা বেঁচে না থাকায় সে নিজে সোমবার সন্ধ্যায় স্থানীয় মোহনপুর বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে আগে থেকে উৎ পেতে থাকা শফিকুল, এনামুল, জালাল, খালেক, আলতাব হোসেন তার মুখ বেঁধে নৌকায় তুলে শফিকুলের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি টিনের ঘরে আটকে রেখে তারা পাঁচজনে মিলে রাতভর ধর্ষণ করে। পরে ভোরে নৌকাযোগে মোহনপুর ঘাটে এসে ফেলে রেখে যায় তাকে। বিষয়টি সে বাড়িতে গিয়ে তার মার কাছে খুলে বলে। পরে তার মা মেয়েকে টাঙ্গাইল জেনারেল হাসপালে ভর্তি করে। বর্তমানে মেয়েটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।