টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করার অভিযোগে তালেব (৩৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়৷
এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, তালেব তার বাড়ির আঙ্গিনায় ঘরের টয়লেটের সঙ্গে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছিল৷ পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় বিশালাকৃতির তাজা ২টি গাঁজা গাছও জব্দ করা হয়। তিনি আরও জানান, শুক্রবার এ বিষয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তালেব নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষ করে বিক্রি করতো বলেও জানান তিনি।