বেজে ওঠে কতো ঘন্টা
জীবনের ঘন্টা, সুখের ঘন্টা, দুঃখের ঘন্টা
শুরুর ঘন্টা, শেষের ঘন্টা!
শুধু ঘন্টা আর ঘন্টা।
তুমি অবিনশ্বর, তুমি দীপ্ত রবি
জ্বলে নিভে বিজলী ঘন্টা।
তুমি যৌবন, তুমি পার্বণ
মেঘমালা তেজস্বী অপর্ণ।
সাধকের ঘন্টা নিশি জাগরণ,
সমর রদে খাঁচার আবরণ।
বেজে বেজে ওঠে ঐ ঘন্টা,
আলো আঁধারে মিশে দিনটা।
এলোকেশে বেণুক হেসে ছলমলে
দাউদাউ উনুনের লাকড়িটা।
বেগে আসে, বাঁশের বাঁশি বাজে
ঐ বটবৃক্ষ তলে টলমলে।
সন্ধ্যার ঘন্টা প্রদীপ,
মরুভূমির চুরা দীপ!
বাজে বাজে ঐ ঘন্টা।
সবুজ ঘন্টা, লাল ঘন্টা
ঝংকারে বিলাসিতার অহংকারে।
বেজে ওঠে সময়ে অসময়ে –
অসমাপ্ত জীবনের বিদায়ের ঘন্টা।
লেখকঃ শাহাদত হোসেন