জনপ্রিয় তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি আর নেই। আজ সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন জয় প্রকাশ রেড্ডি। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন গুণী এই অভিনেতা।
জয় প্রকাশ সবশেষ অভিনেয় করেছেন মহেশ বাবুর সারিলেরু নিকেভভারু সিনেমায়, যেটি মুক্তি পায় চলতি বছরের জানুয়ারিতে।
তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে- ‘নারাসীমা নাইডু’, ‘কাবাড্ডি কাব্বাডি’, ‘জাম্বা লাকিদি পাম্বা’, ‘জুলায়ী’, ‘প্রিমিনচুকুনদাম রা’, ‘কিক’ ইত্যাদি।
১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মেছিলেন জয় প্রকাশ রেড্ডি। জানা গেছে, অভিনয় ভুবনে আসার আগে তিনি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু সিনেমার জগতে।
সূত্রঃদৈনিক আমাদের সময়