টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নাট্য অভিনেতা আফরান নিশোর বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল হামিদ ভোলা মিয়ার স্মরণে শোক সভা অনুুুুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই শোক সভার অনুষ্ঠিত হয়েছে।
শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামছুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এ্যাডভোকেট, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার বীর প্রতীক ফজলুল হক, মরহুম আব্দুল হামিদ মিয়ার বড় ছেলে ও আফরান নিশোর বড় ভাই আহমেদ রেজা রুশো প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।