সম্মানিত সকল শ্রেনীর বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিমা বংকী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের ৩টি ফিডারসহ পিডিবি’র ১টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য কালিদাস, লাঙ্গুলিয়া, কীর্ত্তনখোলা, বোয়ালী, প্রতিমা বংকী, পাথারপুর, ইছাদিঘীসহ আরো কয়েকটি গ্রামে বিদ্যুৎ সর্বরাহ বন্ধ থাকবে।