জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তুজা করোনা আক্রান্ত!!!
মোঃ মনির হাসান
-
প্রকাশ :
শনিবার, ২০ জুন, ২০২০
-
৭১৬
ভিউ
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তুজা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, তাঁর জ্বর-ঠান্ডা থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। আজ ২০জুন ২০ইং শনিবার বিশ্ব বরেণ্য “ম্যাশ”(মুর্তুজা) এর রিপোর্টে করোনা পজেটিভ হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক।
জানা গেছে, মাশরাফী শারীরিক ভাবে সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে, ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।
দেশ ব্যাপী তাঁর ভক্তদের ও নড়াইল- ২ আসনের সাধারণত মানুষের দোয়া ও প্রত্যাশা জন নন্দিত এই তারকা খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন- ইনশাআল্লাহ….!
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ