শনিবার(১২সেপ্টেম্বর) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) টাঙ্গাইল জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, জনকল্যাণ প্রতিপাদ্য কে সামনে রেখে সেনা, নৌ এবং বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের তত্ত্বাবধানে পরিচালিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) টাংগাইল জেলা শাখার আয়োজনে সকল উপজেলা কার্যনির্বাহী কমিটির উপস্থিতিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শহরের নতুন বাসস্ট্যান্ডে গ্রিন হাউজ মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় অসকস উপজেলা বিষয়ক সম্পাদক ল্যান্স কর্পোরাল (অবঃ) মোঃ আনোয়ার হোসেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমন্বয় সভার সুচনা করা হয়। সমন্বয় সভায় অসকস জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ সভাপতি সার্জেন্ট (অবঃ) নাজমুল হোসেন, সহ সভাপতি ( ১) সার্জেন্ট (অবঃ) মোঃ ইসহাক আলী, সহ-সভাপতি (৩) মোঃ সার্জেন্ট (অবঃ) মোঃ শাহজাদা, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (১) সার্জেন্ট (অবঃ) মোঃ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (২) সার্জেন্ট (অবঃ) মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মোবায়দুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক এলএমই (অবঃ) মোঃ আমিনুর জাহাঙ্গীর, সার্জেন্ট(অবঃ) রমিজ তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ শাহাব উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত সদস্যরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।