টাঙ্গাইল জেলা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ ও উপজেলা পরিষদের অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলায় করোনার নমুনা সংগ্রহের জন্য প্রস্তুতকৃত বিশেষ গাড়ির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এই গাড়ির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী ও অন্যান্য কর্মকর্তাগণ।
জানা যায়, এই গাড়িতে করে করোনা রোগীর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে রোগীর স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে যাওয়া এবং আসার পথে অন্যদের সংক্রমিত করার ঝুঁকি অনেক কমে যাবে।
এছাড়া স্বাস্থ্যকর্মীরা পিপিই ছাড়াই এই গাড়ির মধ্যে বসে রোগীর নমুনা সংগ্রহ করতে পারবেন, ফলে পিপিই পরার কষ্ট ও খরচটাও কমে আসবে।
এই গাড়ির সাহায্যে উপজেলা পর্যায় থেকে একদিনে অনায়াসে পঞ্চাশটার মতো নমুনা সংগ্রহ করা যাবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
আরও জানা যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামিম আরা নিপার উদ্ভাবিত মডেল অনুসারেই এই গাড়িটি প্রস্তুত করার হয়েছে।