সারাদেশের মতো টাঙ্গাইলে আজ ৩ নভেম্বর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনেরে নেতারা।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-০৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সহ-সভাপতি এম এ রকীব, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনির প্রমুখ।
পরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।