আরিফুল ইসলাম,টাঙ্গাইলঃটাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ৫০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৬৫ জনে।
সোমবার(১৩ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদরে মধ্যে মির্জাপুর ২০ জন, টাঙ্গাইল সদর ১৫ জন, দেলদুয়ার ৫ জন,ঘাটাইল ৫ জন, মধুপুর ৪ জন,এবং গোপালপুর ১ জন।
এদিকে মির্জাপুরে করোনা আক্রান্ত হয়ে প্রকাশ কর্মকার দুলু নামে ১ জনের মৃত্যু হয়েছে।সোমবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।করোনায় মৃত্যু ব্যক্তি মির্জাপুর পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের সরিষাদাইড় গ্রামের সুরেষ কর্মকারের ছেলে।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, ঢাকায় পাঠানো নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৫০ জনের পজেটিভ আসে। এখন পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়।জেলা করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ৪ জন।জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১ জন।জেলার বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ১১ জন।বাড়িতে (হোম) আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ৩৯৩ জন।মোট সুস্থ ৫৩৫ জন।বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ৪০৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের নারী অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং ওই হাসপাতালের কমপাউন্ডার আক্রান্ত হয়েছে।
টাঙ্গাইলে ১২ টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ২৩১ জন, মধুপুর ৬১ জন, ধনবাড়ী ৩৩ জন, গোপালপুর ৪১ জন, ভূঞাপুর ৩৮ জন, ঘাটাইল ৩৭ জন, কালিহাতী ৪৬ জন, নাগরপুর ৪২ জন, দেলদুয়ার ৫২ জন, মির্জাপুর ৩২৮ জন, বাসাইল ১৭ জন, সখীপুর ৩৯ জন।জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৯৬৫ জনে।