টাঙ্গাইলের সব ধরনের বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম-টাঙ্গাইল।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ফোরামের টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব নূর আলম সিদ্দিকী।
তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওকরণের জন্য ২০১৯ সালের ১৮ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় (প্রথম আলো) বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি মোতাবেক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের জন্য ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা হয়।
সরকারের প্রতিশ্রুতি ছিল খুব তাড়াতাড়ি সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। এদিকে চালু হওয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কারোনাকালীনও কোনো শিক্ষক-কর্মচারী সরকারি সাহায্য-সহযোগিতা পাননি।
ফোরামের আহ্বায়ক ইসরাত জাহান বলেন, মুজিববর্ষে সরকারের কাছে টাঙ্গাইলের সব প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার আকুল আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম- টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।