
টাঙ্গাইলে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কাঠমিস্ত্রীরা।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করে নৌকা তৈরিতে।এই জেলার অনেক এলাকা নিচু হওয়ায় বর্ষার সময় তাদের যোগাযোগ ব্যবস্থার প্রধান বাহন হয়ে উঠে নৌকা।
টাঙ্গাইল একটি নদী প্রধান জেলা। এ জেলার বুক চিড়ে বয়ে গেছে যমুনা, ধলেশ্বরী লৌহজং,এলাংজানি, ঝিনাই, বংশাই নদীসহ বেশ কয়েকটি নদী।চলছে বর্ষা মৌসুমে, ইতোমধ্যে জেলার খাল-বিল পানিতে ভরে গেছে।আর এ সব এলাকার মানুষের এক মাত্র যাতায়াতের বাহন নৌকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার বেশির ভাগ এলাকাতেই দেখা গেছে নৌকা তৈরির ব্যস্ততা। কাঠ মিস্ত্রিরা বছরের এই সময়টাতে শুধু নৌকা তৈরিতেই ব্যস্ত থাকে। সারা দিন হাতুর বাটাল দিয়ে ঠক ঠক করে তৈরি করা হচ্ছে বিভিন্ন সাইজের নৌকা।কেউ ব্যস্ত কাঠ কাটতে আবার কেউ নৌকায় বেড়েক লাগাতে। আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে নৌকা।আগের তুলনায় বেড়েছে লোহা-লস্কর ও কাঠের দাম, তবে এ বছর বেচা-কেনা ভালো থাকায় বেশ লাভের আশা নৌকা কারিগড়দের।
যাতায়াত, কৃষিপণ্য পরিবহণ ও মাছ ধরার জন্য প্রয়োজন নৌকা।প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে নৌকা কিনতে নৌকা তৈরির কারখানায় ভিড় করছে মানুষ। একেক টা নৌকা বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ হাজার টাকা।বড় নৌকার দাম বেশি।
ক্রেতারা জানায়,চার দিকে বর্ষার পানি আসায় বিভিন্ন প্রয়োজনে তাদের নৌকা কেনার প্রয়োজন পড়ছে।তবে বিগত বছরের তুলনায় এবছর নৌকার দাম বেশি বলে জানায় তারা।