ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। আর এঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
শুক্রবার(২১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুরের পশ্চিম ভূঞাপুর গ্রামের আল-আমিন, তার স্ত্রী শিউলি বেগম, আল আমিনের বাবা সোহরাব মিয়া ও মাতা ছালেহা বেগম। এর মধ্যে আল আমিন ও শিউলি বেগম উপজেলার ভদ্রশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া আহত হয়েছেন আল আমিনের বোন হাজেরা খাতুন ও একই গ্রামের সিএনজি চালক ফেরদৌস। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম সজিব বলেন, নিহত আল আমিন তার মাতা ছালেহা বেগমকে চিকিৎসার জন্য গ্রামের বাড়ি ভূঞাপুর থেকে সিএনজিযোগে টাঙ্গাইলে আসছিলেন। সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থে একজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দু’জন ও ঢাকায় নেয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
সিএনজি চালক ফেরদৌস গুরুতর আহত হওয়ায় তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।