ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় চান মিয়া(৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া ইউনিয়নে মাদারজানি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া(৪৫) দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের শিকদার পাড়া এলাকার ছোবাহান মিয়ার ছেলে।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, নিহত চান মিয়া ওই এলাকায় বাইসাইকেল নিয়ে পার হবার জন্য মহাসড়কে উঠে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সাদা রং এর একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় । লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাতক প্রাইভেটকার ও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।