টাঙ্গাইলে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর রাবনা বাইপাসের রাবনা এলাকায় একটি পিকআপ থেকে এসব অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব – ১২ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, একটি মিনি পিকআপ নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার রাউতারা গ্রামের নূর হোসেন কাজীর ছেলে মিজানুর রহমান ও নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে সফিক ইসলাম বৈদ্যুতিক ট্র্যান্সমিটারে খোলের ভেতরে ভরে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল ঢাকায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি অভিযানিক দল টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকা থেকে পিকআপসহ তাদের আটক করে। সেখান থেকে একটি পিকআপ, ৫২০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল সেট, তিনটি সিমকার্ড ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। এসব পণ্য বহন করার অভিযোগে মিজানুর রহমান ও সফিক ইসলামকে গ্রেফতার করা হয়