টাঙ্গাইল জেলা শাখা অনলাইন আওয়ামী টিম বোট-এর আয়োজনে কালিহাতী ও দেলদুয়ারে বৃক্ষ রোপন……
মোঃ মনির হাসান
- প্রকাশ :
শনিবার, ১১ জুলাই, ২০২০
- ১৫৮৩
ভিউ
“দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি! গাছ লাগান, পরিবেশ বাঁচান! প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে হও আগুয়ান!”
এই শ্লোগান কে প্রতিপাদ্য করে-
মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির ধারাবাহিকতায় (১১জুলাই) বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম বোট টাংগাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচিতে সৌদি আরবের আজুয়া খেজুর গাছের চারা ও বিভিন্ন জাতের ফলজ, ঔষধি গাছের চারা রোপন করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছাতিহাটী শহীদ শাহেদ হাজারী কলেজ মাঠে বৃক্ষ রোপন করেন-
জনাব আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, (সংসদ সদস্য) টাংগাইল-৪, কালিহাতী।
আরও উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের (সিনিয়র যুগ্ম আহবায়ক) এম.এম. মাসুদ পারভেজ আনসারী।
ডাঃ আকাশ মাহমুদ সোহেল- (সদস্য সচিব), টাঙ্গাইল জেলা টিম বোট। মোঃ নজরুল ইসলাম (সাধারণ সম্পাদক), পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগ। এস.এম নুরু সাহেব- (সাংগঠনিক সম্পাদক), পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগ। আলমগীর হোসেন সানী- (আহবায়ক), দেলদুয়ার উপজেলা টিম বোট। মোঃ সাদউল্লাহ সুমন (আহবায়ক), সখিপুর উপজেলা টিম বোট। ওয়াশিকুল আজাদ সাদ্দাম- (আহবায়ক), ভুয়াপুর উপজেলা টিম বোট। মোঃ আসাদুজ্জামান শুভ- (সংগঠন), বাসাইল উপজেলা টিম বোট ও অনলাইন আওয়ামী টিম বোটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে, (১১জুলাই) বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম বোট দেলদুয়ার উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির ধারাবাহিকতায় নাটিয়াপাড়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার ফাঁকা জায়গায় বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃক্ষ রোপন করেন-
আলহাজ্ব লায়ন এম. শিবলী সাদিক- (সাধারণ সম্পাদক), দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগ।
ডাঃ আকাশ মাহমুদ সোহেল- (সদস্য সচিব), অনলাইন আওয়ামী টিম বোট টাঙ্গাইল। মোঃ জসিম উদ্দিন আহমেদ- (আহবায়ক), ডুবাইল ইউনিয়ন আওয়ামীলীগ।
মোঃ ইউসুফ আলী- (যুগ্ন-আহবায়ক), ডুবাইল ইউনিয়ন আওয়ামীলীগ। মোঃ আঃ হাকিম- (সাধারণ সম্পাদক), দেলদুয়ার উপজেলা শ্রমিক লীগ।
আরও উপস্থিত ছিলেন- মোঃ দেলোয়ার হোসেন, মোশাররফ হোসেন খান, মোঃ শাহ-আলম মিয়া, মোঃ রহিম তালুকদার, রহিম খান, ও বেনু প্রমুখ।
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ