টাঙ্গাইল “ল” কলেজ শাখার ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠিত হয়েছে।
রবিবার(২৯ নভেম্বর) বিকালে টাঙ্গাইল-০৮(বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এর কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
এসময় মোঃ হাবিবুল্লাহ খান আপন সভাপতি এবং মোঃ মনির উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ৫৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের),টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনির শিকদার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ ফরিদসহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সকল নেতাকর্মী।