জনপ্রিয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নতুন ছবি ‘তুমি আছো তুমি নেই’ এর ঘোষণার এক সপ্তাহ না যেতেই সরে গেলেন বাপ্পী চৌধুরী। তার জায়গায় এই ছবিতে দীঘির নায়ক হচ্ছেন সাইমন সাদিক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
দেলোয়ার জাহান ঝন্টু জানান, ‘বাপ্পী এ ছবি থেকে স্বেচ্ছায় সরে গেছেন।
নতুন করে নেয়া হয়েছে সাইমন সাদিককে। ’ কেন সরে গেলেন তা নিয়ে বলতে নিয়ে তিনি জানান, সামনে ১৫ নভেম্বর থেকে ‘তুমি আছো তুমি নেই’ এর শুটিং শুরু করবো। বর্তমানে বাপ্পীর চুল ছোট। একমাসের মধ্যে চুল বড় হওয়া সম্ভব নয়।
সেজন্য বাপ্পী নিজেই সরে গেছেন। সে বলেছিল যদি আরও দু’মাস অপেক্ষা করি তাহলে চুল বড় হলে ছবিটা করতে পারবে। কিন্তু অপেক্ষা করা সম্ভব নয়। ’
এব্যাপারে সাইমন সাদিক গণমাধ্যমকে জানান, ‘ছবিটি তিনি করছেন।
দেলোয়ার জাহান ঝন্টু ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন পরিচালক। তার ছবি দেখেই বড় হয়েছি। তার নির্দেশনায় কাজ করে অনেক শিখতে পারবো। ’ উল্লেখ্য, গত ১৭ অক্টোবর দীঘির বিপরীতে বাপ্পীকে নিয়ে নতুন ছবির ঘোষণা দেন নির্মাতা ঝন্টু।
সূত্রঃবিডি-প্রতিদিন