টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ঢাকা-টাংগাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজারে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডুবাইল ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টায় মানববন্ধনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে আটকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন! সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ! তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণসহ শিক্ষার্থীরা সম্প্রতি সারাদেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শ্লোগান তুলে এবং ধর্ষণ ও নির্যাতনে সম্পৃক্তদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মন্তব্যে উল্লেখ করেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায়ের মাধ্যমে ফাঁসি কার্যকর করা হলে দেশে ধর্ষণ থাকবেনা।
এম/এইচ/ডি