গাছে আটকে পড়া চং ঘুড়ি উদ্ধারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু
মোঃ মনির হাসান
-
প্রকাশ :
রবিবার, ৫ জুলাই, ২০২০
-
১১৬৯
ভিউ
টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া ইউনিয়নের হিংগা নগর (বড়বাড়ী) গ্রামের- সোহেল রানার ছেলে- মোঃ সজীব (১৪) চং ঘুড়ি উড়ানোর সময় গাছের উপর তার চং ঘুড়িটি আটকে যায়। একপর্যায়ে গাছে আটকে যাওয়া চং ঘুড়িটি উদ্ধারের জন্য সজীব গাছে উঠে, অতঃপর কাঁচা বাঁশ দিয়ে চং ঘুড়িটি উদ্ধার করতে গিয়ে নিকটবর্তী চলমান বিদ্যুৎ লাইনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের উপরেই মৃত্যু হয় এই কিশোরের।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, (৫জুন) রবিবার সজীব ঘুড়ি উড়ানোর সময় হঠাৎই একটা গাছে আটকে যায় তার উড়ন্ত চং ঘুড়িটি, আনুঃ সন্ধ্যা ৬:৪০মিনিটে সজীব গাছে উঠে আটকে পরা চং ঘুড়িটি কাঁচা বাঁশ দিয়ে উদ্ধারের চেষ্টা করলে গাছের নিকটবর্তী চলমান পল্লী বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের উপরেই মৃত্যু হয় তার। তাৎক্ষণিকভাবে বিষয়টি দেলদুয়ার পল্লী বিদ্যুৎ কে অবিহিত করলে ওই বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এলাকাবাসী ও পল্লী বিদ্যুতের কর্মীদের সহযোগিতায় পরবর্তীতে গাছের উপর আটকে থাকা কিশোরের মৃত দেহ উদ্ধার করা হয়। মৃত সজীব এম.এ করিম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র ছিলো।
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান- ইন্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে এ ঘটনাটির সত্যতা স্বীকার করে তিনি শোক প্রকাশ করেন।
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ