দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে…
চীপ রিপোর্টঃ মোঃ মনির হাসান
-
প্রকাশ :
রবিবার, ১৬ আগস্ট, ২০২০
-
৩৭২
ভিউ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
“১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের শোক আবহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নগুলো শক্তিতে পরিনত হোক!”
এই ব্যাপক অর্থবহ শ্লোগানকে উপস্থাপন পূর্বক স্বাধীন বাংলাদেশের স্থপতি! হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী! জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবতাবাদী নীতি! আদর্শ! মহানুভবতা! নিঃশর্ত আত্মত্যাগ! ভ্রাত্তিত্ব বোধের অমিন উদহারন সমুহ! সর্বপরি ১৯২০-১৯৭৫ সাল পর্যন্ত তাঁর গঠনমূলক ও নীতি শাসিত দূর্লভ জীবন দর্শনের আলোকিত ইতিহাস এই আলোচনা সভায় স্থান পায়। ১৯৭৫ এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়! তাই বিনম্র শ্রদ্ধান্ঞ্জলী জ্ঞাপনে শোক দিবসের প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করার পর, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের দলীয় নেতৃবৃন্দ । এরপর সকাল ১১টায় বঙ্গবন্ধুসহ তাঁর শহীদ পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার- 🔹জনাব, মাহমুদা আক্তার এর সভাপতিত্বে “১৫ই আগষ্ট শোক দিবস” এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান-
🔹জনাব, ইঞ্জিঃ মাহমুদুল হাসান মারুফ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
🔹জনাব, রোজলিন শহিদ চৌধুরী, (এ.সি ল্যান্ড),
🔹জনাব, আলহাজ্ব লায়ন এম.শিবলী সাদিক, (সাধারণ সম্পাদক, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ),
🔹জনাব, এহসানুল হক সুমন, (ভাইস চেয়ারম্যান, দেলদুয়ার উপজেলা পরিষদ),
🔹জনাব, তাহমিনা হক, ভাইস চেয়ারম্যান (মহিলা)
🔹এ.কে সাইদুল হক ভূইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা, দেলদুয়ার থানা।
আরও উপস্থিত ছিলেন- দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পদমর্যাদার নেতা-কর্মীবৃন্দ।
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ