দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নাম্বার স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ মধ্য বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে এবং এটি গতকাল ২১ শে অক্টোবর রাত ৯ টা বেজে ২৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে প্রাথমিকভাবে।
২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা, ঝালকাঠি, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, ফেণী, ভোলা, বরিশাল ও এর পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতেপারে।
আজ ২৩ শে অক্টোবর সকাল থেকে ২৩ শে অক্টোবর বিকেল এর ভেতরে, দীঘা, কলকাতা, ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাম্মনবাড়ীয়া, নড়াইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, মাগুরা ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষন ২৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত হতেপারে।
যশোর, ঝিনাইদহ, রাজবাড়ী, টাঙ্গাইল, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নাটোর, কুষ্টিয়া ময়মনসিংহ, নেত্রকোনা এর পার্শ্ববর্তী এলাকায় ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত ভারিবর্ষন হতেপারে। রাজশাহী ও রংপুর বিভাগের সকল এলাকায় মাঝারি বর্ষন হতেপারে যা ৩০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে।