আব্দুল্লাহ আবু এহসান,ধনবাড়ীঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪ আগস্ট) দুপুরে উপজেলা হলরুমে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি জরিপ কর্মকর্তা মুসফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী প্রমুখ।
অনুষ্ঠান উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি সাংবাদকর্মীসহ সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধনবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হােসন।