ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন ডিফেন্স নবী রাসুলকে নিয়ে কটুত্তি করার প্রতিবাদে টাঙ্গালের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ অক্টোবর) বাদ জোহর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর তারাকান্দি সড়ক কেন্দ্রীয় মসজিদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী, কওমী ওলামা পরিষদের সভাপতি মওলানা মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম আন্দি পুরী, মওলানা রুহুল আমীন বুলবুলে বাংলা, আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আব্দুস ছাত্তারসহ হাজার হাজার মুসল্লি বিক্ষোভে অংশ নেয়। বক্তারা সরকারকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের আহবান জানান, এছাড়া প্রকাশ্যে রাষ্ট্রিয় ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনা করা ও ফ্রান্সের তৈরী পণ্য বর্জনের ঘোষনা দেয়া হয়।