দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার প্রত্যুষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, নাগরপুর রিপোর্টার্স ইউনিটি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুনন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার আ. বাতেনের সহধর্মিনী খন্দকার মমতাজ, সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক ডেপুডি কমন্ডার এমএ মতিন ছামি, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমুখ।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।