করোনা মহামারির কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর রোববার থেকে ওমরাহ করতে পারছেন মুসল্লিরা।
প্রথম ধাপে সৌদি আরবে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা নির্ধারিত নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের কাছে পবিত্র দুই মসজিদের জেয়ারত ও ওমরাহ পালনের জন্য প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মুসল্লি সুযোগ পাবেন। দিনে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ওমরাহ ও জেয়ারতের কাজ সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।
ওমরাহ পালনের জন্য মুঠোফোন অ্যাপ্লিকেশন ‘ইটার্মা’র মাধ্যমে আবেদন করতে হয়েছে। মহামারি করোনাভাইরাসের মধ্যে সীমিত পরিসরে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব সরকার এ অ্যাপ চালু করেছে। গত ২৭ সেপ্টেম্বর মুঠোফোন অ্যাপ্লিকেশন ইটার্মার মাধ্যমে ওমরাহ পালনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
ওমরাহ চলাকালে মুসলমানদের কাছে পবিত্র নগরী মক্কার কাবা শরিফের পুরো আঙিনা প্রতিদিন ১০ বার জীবাণুমুক্ত করার কার্যক্রম চালানো হবে। ওমরাহ পালনে কাবা চত্বরে যাওয়ার আগে প্রত্যেক ওমরাহ পালনকারীকে জীবাণুমুক্ত করা হবে। প্রত্যেককে বোতলজাত জমজমের পানিও সরবরাহ করা হবে।
পবিত্র হজ ছাড়া সারা বছর ওমরাহ করেন মুসলমানরা। তবে করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ ছিল ওমরাহ। আর করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় এবার পবিত্র হজ পালন করা হয়নি।
সৌদি আরব জানায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে ওমরাহ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসল্লিদের ওমরাহ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা নেবে দেশটি।
তবে ওমরাহ পালনকারীরা কাবা চত্বরে তাওয়াফ সম্পন্ন করলেও হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বনে নিষেধাজ্ঞা রয়েছে। কাবা শরিফের বাইরে অস্থায়ী প্রাচীরের বাইরে থেকে তাওয়াফ সম্পন্ন করতে হবে।
সূত্রঃচ্যানেল আই অনলাইন