বর্ষায় বাসাইল উপজেলার একটি অন্যতম পর্যটন স্থান চাপড়াবিল (বাসুলিয়া) ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। প্রয়োজনের তাগিদেই ভাসমান মানুষ ডিঙ্গি নৌকায় ছুটে চলেছেন দিক-বেদিক। দ্বীপের মতো গ্রামগুলো যেন একেকটা ভাসমান বাজার। বর্ষায় এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক পাড়া থেকে অন্য পাড়া, স্কুল-কলেজ-হাটবাজারসহ যোগাযোগের সব জায়গায় ভাসমান মানুষের নিত্যসঙ্গী ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকা।
বর্ষা এলেই চারদিক জলে ডুবে যায় মাঠঘাট-রাস্তাসহ বিস্তীর্ণ এলাকা। তখনই দেখা যায় চাপড়াবিলের (বাসুলিয়া) ঐতিহ্য বাহারি সব ডিঙ্গি নৌকা। কোনোটা পাল উড়িয়ে, কোনোটা ঠেলা নৌকা, আবার কোনোটা স্টিলের তৈরি ইঞ্জিনচালিত নৌকা। চাপড়াবিল (বাসুলিয়া) এলাকার অধিকাংশ রাস্তাঘাট (সাবমার্চেবল) বর্ষা এলেই পানির নিচে ডুবে যায়। তখন ডিঙ্গি নৌকাই হয় যোগাযোগের একমাত্র মাধ্যম। তাই বর্ষা এলেই বেড়ে যায় এসব ডিঙ্গি নৌকার ব্যাপক চাহিদা।
বর্ষা মৌসুমে আবহমান নৌকার সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে ! সবাই চায় পরন্ত বিকেলের রক্তিম সূর্যের তলিয়ে যাওয়া মুহুর্তটাকে দুচোখের স্বপ্ন বিলাশীতায় উপভোগ করতে। তাই আপনিও চাইলে ছোট ছোট ডিঙি নৌকায় করে দেখে আসতে পারেন পরন্ত বিকেলের অপরূপ সুন্দর্যে ভরা টাঙ্গাইলের বাসাইল উপজেলা পর্যটন স্থানটি।
লেখকঃ মারুফ হাসান