টাঙ্গাইল শহরের সাবালিয়া পুকুর থেকে পলি সাহা (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় কাউন্সিলর মাহমুদা করিম মিনা নিশ্চিত করেছেন। মৃত পলি সাহা সাবালিয়া এলাকার দিলমনি সাহার মেয়ে।
মাহমুদা করিম মিনা জানান, সকালে পলি সাহা গোসল করার জন্য বাসা থেকে বের হন। এরপর তিনি সেখানে ডুবে যান।দুপুরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। তিনি স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননী ছিলেন। তার পরিবার জানিয়েছেন, তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।