প্রতিশোধ নিতেই প্রতিবেশীর শিশুকন্যাকে গলাকেটে হত্যা
নিউজ ডেস্ক: amadertangail24.com
-
প্রকাশ :
বুধবার, ৮ জুলাই, ২০২০
-
৩৮৪
ভিউ

নিউজ ডেস্ক: রাজধানীর আদাবরে চার মাস বয়সী শিশু সাদিয়াকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনায় পুলিশ পারভিন (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছেন।
বুধবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান।
অপরাধী শনাক্ত ও গ্রেফতার সম্পর্কে ডিসি হারুন বলেন, পুলিশ পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ, প্রযুক্তি সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে ৫ জুলাই ভিকটিমের প্রতিবেশী পারভিনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পূর্ব শক্রতার জেরে পারভিন ব্লেড দিয়ে শিশু সাদিয়াকে গলা কেটে হত্যা করে। পারভিনের দেখানো মতে তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত ব্লেডটি উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে পারভীন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
তথ্য ও সুত্র: দৈনিক ইত্তেফাক
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ