দীর্ঘদিন পর আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে টাঙ্গাইলের ক্রীড়াঙ্গন। চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে উঠতি ক্রিকেটারদের নানা সমস্যা তৈরি হলেও, শারীরিক ফিটনেস ফিরে পেতে মাঠে নামছেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে খেলোয়াড়দের অপূরণীয় ক্ষতি হলেও তা কাটিয়ে উঠতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
চলতি বছরের মার্চ থেকে করোনা পরিস্থিতির কারণে সারা দেশের মতো টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনেও সব খেলাধুলা বন্ধ হয়ে যায়। এতে অন্যান্য খেলার মতো উঠতি ক্রিকেট খেলোয়াড়দের প্রস্তুতি চরমভাবে বাধাগ্রস্ত হয়।
মাঠে অনুশীলন আর প্রশিক্ষকের অভাবে শারীরিক ফিটনেস হারিয়ে ফেলেন তারা। দীর্ঘ প্রায় ৬ মাস পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে আবারও মাঠে অনুশীলনের সুযোগ হয় তাদের।
দ্রুত শারীরিক ফিটনেস ফিরে পেতে সকাল বিকেল দুবেলা কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তারা। ইতোমধ্যে জেলা থেকে শতাধিক ক্রিকেট প্রশিক্ষণার্থীর মেডিকেল চেকআপের ডাক পড়ায় খুশি প্রশিক্ষণার্থীরা।
খেলোয়াড়রা বলেন, আমরা সকাল থেকে এখানে অনুশীলন শুরু করি। এখানে এসে ফিটনেসসহ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর অনুশীলন করছি। আবারো মাঠের অনুশীলনে ফিরতে পারায় আমরা খুশি। জেলা থেকে আমাদের মেডিকেল চেকআপের জন্য ডাকা হয়েছে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিযুক্ত ক্রিকেট কোচ আরাফাত রহমান জানান, করোনা পরিস্থিতির কারণে খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে নিতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তিনি।
তিনি বলেন, অন্যান্য খেলাধুলার মত এখানকার ক্রিকেট খেলোয়াড়রাও করোনার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের ক্ষতি পোষাতে পুরোপুরি ফিট করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জেলার ৪টি ক্রিকেট প্রশিক্ষণ কোচিং সেন্টারে প্রায় ৩ শতাধিক ক্রিকেটার অনুশীলন করছেন।