“ফেনইথাইলামিন” নামক এক নতুন মাদক প্রবেশ করল দেশে। করোনাকালেও মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে চালিয়ে যাচ্ছে মাদক পাচার। প্রতিদিন কোন না কোন কৌশল অবলম্বন করে মাদক পাচার করার চেষ্টায় থাকছে। আর মাদক ও মাদক কারবারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা। তবুও পুরোপুরি থামানো যাচ্ছে না এই সমাজ বিরোধী মাদক কারবারীদের। নতুন নতুন মাদক পাচার করে চলেছে তারা। সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৭৫ গ্রাম নিষিদ্ধ মাদক ‘ফেনইথাইলামিন’ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। আটককৃত ব্যক্তির নাম ফিরোজ খান (৩৭) তিনি পটিয়া উপজেলার পূর্ব আশিয়া গ্রামের মরহুম হোসেন খানের ছেলে।
র্যাব-৭ সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, মঙ্গলবার উদ্ধারকৃত ‘ফেনইথাইলামিন’ নামক মাদক দেশে এই প্রথম উদ্ধার করা হলো। পাউডার জাতীয় মাদকগুলো আমরা ভেবেছিলাম কোকেন। কিন্তু ফিরোজ নিজেই জানায় সেগুলো ফেনইথাইলামিন নামে এক ধরনের বিশেষ মাদক। তবে দাম হেরোইন-কোকেনের চেয়ে অনেক বেশি।’ মাদকগুলো বিদেশ থেকে আনা হয়েছে বলে ধারণা র্যাবের এই কর্মকর্তার। ‘বাংলাদেশে এই মাদক সচরাচর জব্দ হয়নি। খুব সহজলভ্যও নয়। কোকেন সদৃশ্য মাদকটি কোকেন ও ইয়াবার মতো স্নায়বিক উত্তেজনা তৈরি করে এবং তা ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের তফসিলভুক্ত ‘ক’ শ্রেণির মাদক। যার দাম প্রায় ১২ কোটি টাকা। তিনি আরো বলেন, আটক আসামি দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ খান জানান, আবদুল আজিজ নামে এক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ মাদক ফেইনথাইলামিন সংগ্রহ করেছে সে। সহকারী পরিচালক আরো বলেন, এই কোকেন পাচার ও ব্যবসায় যারা জড়িত তাদের নাম জানা গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য আইন অনুযায়ী খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
সুত্র- আমাদের সময় অনলাইন বিডি.ডটকম ।