ভারতের চলচ্চিত্র নির্মাতা রজত মুখার্জি আর নেই। আজ রোববার (১৯ জুলাই) জয়পুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘রোড’, ‘পিয়ার তুনে কিয়া কিয়া’র মতো হিট ছবি উপহার দিয়েছেন এ নির্মাতা। কয়েক মাস ধরে তিনি নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, নির্মাতা রজত মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক হংসল মেহতা, অভিনেতা মনোজ বাজপেয়ি, অনুভব সিনহাসহ অনেকে।
পরিচালক হংসল মেহতার টুইট-
Just got news about the passing away of a dear friend. Rajat Mukherjee director of Pyaar Tune Kya Kiya and Road was a friend from our early, early struggles in Bombay. Many meals, many bottles of Old Monk consumed. Many more to consume in another world. Will miss you dear friend.
— Hansal Mehta (@mehtahansal) July 19, 2020
রজত মুখার্জির মৃত্যুতে বলিউড অঙ্গনে শোক নেমে এসেছে। অভিনয়শিল্পীরা রজতের বিদেহী আত্মার শান্তি কামনা করে টুইটারে পোস্ট করছেন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন অনুরাগীরা।