বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম (বোট) টাংগাইল জেলা শাখার সম্মেলন-২০২০ইং অনুষ্ঠিত হয়েছে..
মোঃ মনির হাসান
-
প্রকাশ :
শনিবার, ১ আগস্ট, ২০২০
-
৩৫৩
ভিউ
৩০ই জুলাই
টাংগাইল জেলা শাখার সম্মেলন গ্রুপ মিলাতায়নে রাত ৯ ঘটিকার সময় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ১ বছরের জন্য টাংগাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ডাঃআকাশ মাহমুদ সোহেল কে সভাপতি এবং মোঃআলমগীর হোসেন সানী কে কে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বোট এর সভাপতি মন্ডলীর সদস্য সেলিনা বেগম সন্মেলন উদ্ভোধন করেন। এর মাধ্যমে সম্মেলনে বোট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃশাহাব উদ্দিন বাহার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
সম্মেলনে বোট টাংগাইল জেলা শাখার আহবায়ক টুটুল আহমেদ রুদ্র এর সভাপতিত্বে এবং ডাঃআকাশ মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড মারুফ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোট এর সভাপতি মন্ডলীর সদস্য কামরুল হাসান,মনিরুল ইসলাম পাঠান,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন,বোট এর সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন শাহী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোট বগুড়া জেলা শাখার সভাপতি শফিউল আলম শিবলু,বোট ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক মোঃনূর উল্লাহ রাসেল,বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আপেল মাহমুদ,বোট ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব অনিক আহসান প্রমুখ।
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ