টাঙ্গাইলের বাসাইলে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে ঠিকানাবিহীন অসহায়দের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে বাসাইল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষে বিনামূল্যে ৩৫ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়। ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লাসহ অন্যরা। এই সংস্থাটি ২০১৭ সাল থেকে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।