টাঙ্গালের বাসাইলে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী মৃত্যুবরণ করেছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় যথারীতি ধর্মীয় ও স্বাস্থবিধি অনুসরণ করে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করা হয়।
মৃতব্যক্তি উপজেলা জশিহাটী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মৃত মোকছেদ সরকারের ছেলে আবু সরকার (৬৫)।
শুক্রবার (৩ জুলাই) বেলা আড়াইটার দিকে মারা যান। পরে রাত ১১টায় ধর্মীয় রীতি অনুযায়ী মৃত ব্যাক্তির নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

ছবিঃ করোনা ভাইরাস
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.আব্দুল্লাহ আল আরিফের নেতৃত্বে একটি মেডিক্যাল টীম, বাসাইল থানার এসআই আবু তালেবের নেতৃত্বে পুলিশ প্রশাসনের টীমসহ ফুলকি ইউনিয়ন করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটির উপদেষ্টা ফুলকি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, প্রধান সমন্বয়ক সাংবাদিক এম শহিদুল ইসলাম, আহবায়ক শাহীন তালুকদার, সদস্য সচিব আলী ইমরান আরিফ ও সদস্য জাহিদুল ইসলাম এবং আসাদুজ্জামান এর নেতৃত্বে ফুলকি ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশন এর টীম উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মোতাবেক এ দাফন কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় মৃত আবু সরকারের কোন স্বজনদের উপস্থিতি খুজে পাওয়া যায়নি। তবে স্বেচ্ছাসেবক টীমের সহযোগিতায় তার ভাতিজাদের কয়েকজন কবর খুরার কাজে দেখা গেলেও দাফনের সময় কাউকে পাওয়া যায়নি।
আবু সরকারের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় দুই বছর যাবৎ তার শ্বশুর বাড়ি কালিহাতি উপজেলার ভূক্তা গ্রামে থাকতেন। গত ২৬ জুন শুক্রবার শ্বশুর বাড়ি থেকেই শ্বাসকষ্ট অবস্থায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঐ সময় তার করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৩০ জুন হাসপাতাল থেকে আবু সরকারকে রিলিজ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঐ দিনই আবু সরকার ও তার স্ত্রী (৫৫) কে বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের জশিহাটী গ্রামে নিজ বাড়িতে রেখে যায় তার বড় মেয়ের জামাই। ২ জুলাই আবু সরকারের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে পজেটিভ। খবর পেয়ে ঐ বাড়িসহ দুইটি বাড়ি লকডাউন করে প্রশাসন।
ভাগ্যের নির্মম পরিহাস প্রায় এক সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে হেরে যান তিনি। গতকাল(৩ জুলাই) শুক্রবার বেলা আড়াইটার দিকে মারা যান আবু সরকার (৬৫)।
মৃত্যুর খবর পেয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টীমসহ পুলিশ প্রশাসনের একটি টীম পাঠিয়ে দেন দাফন কার্য সম্পাদনের জন্য। সেই সাথে তিনি ঐ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।